মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ১৭:২৮

নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করে।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মঞ্চ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে আলোচনা সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা জনতার মঞ্চের আহবায়ক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, প্রবীণ আওয়ামী লীগ নেতা বছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নয়ন কুমার দে, সহসভাপতি ছিদ্দিকুজ্জামান সিদ্দিক, উপজেলা কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান মশিউর, কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল শাহজাহান সাজু, বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।

অপরদিকে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি প্রমুখ। সেখানে আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে