সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৪, ১৬:৫০

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।

শনিবার ( ৯ মার্চ) সকালে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিলডুমরিয়া গ্রামে ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসায় এ ফ্রি চিকিৎসা ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোল্ডেন ইনিষ্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি কর্তৃক এই ক্যাম্পের আয়োজন করেছেন।

এ ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ৪ জন ডাক্তার সহ মোট ১০ জনের একটি টিম নিয়োজিত ছিলেন।

অবসর প্রাপ্ত শিক্ষক আইউব আলী তালুকদার এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক,জি,আই,এইচ, টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইউনুছ,ডি,এম,এ, শিক্ষার্থী,

মোঃ সাইফুল ইসলাম,ডি,এমন,এ, শিক্ষার্থী,

মোঃ আরাফাত হোসেন,ডি,এম,এ শিক্ষার্থী,

মোঃ হারুনুর রশিদ,ডি, এম, এ শিক্ষার্থী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম হাওলাদার সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন , দেউলবাড়ী স্বেচ্ছাসেবী সংঘের আহ্বায়ক মোঃ নাইমুল হাসান হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, মানুষের সেবায় সবসময় কাজকরে যাবো।এই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেবা দিতে পেরে খুবই ভালো লাগছে।

প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু দেউলবাড়ী দোবড়া নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে