সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফুলপুরে অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিদর্শনে ডিসি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ১৪:০৪

ময়মনসিংহের ফুলপুরে শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম কর্তৃক আয়োজিত হিন্দুধর্মাবলম্বীদের অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সোমবার (১৮ মার্চ) রাতে ফুলপুরের কৃতি সন্তান ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের নিমন্ত্রণে উপজেলার সাহাপাড়া অষ্টমীখলায় ঐতিহাসিক এ মন্দিরের লীলা কীর্ত্তন পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরিদর্শনে তিনি এ মন্দিরের লীলা কীর্ত্তনে উপস্থিত ভক্তবৃন্দের খোঁজখবর নেন এবং মন্দিরের উন্নয়নে এক লাখ টাকা নগদ বরাদ্দ প্রদান করেন।

এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি. শশধর সেন, অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবল কুমার সাহা, সাধারণ সম্পাদক জীবন বিন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে