মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) বিষয়ক প্রারম্ভিক সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ১২:৩২

ময়মনসিংহের মুক্তাগাছায় সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা সাউথ এপি’র উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় সিভিএ বাস্তবায়নকারী গ্রুপ এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান।

স্বাগত বক্তব্যে প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক বলেন, সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) বহুল ব্যবহৃত একটি প্রক্রিয়া যা স্থানীয় পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সরকারি সেবার ফলপ্রসূতা ও মান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী ইসমাইল হোসেন খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউপি সদস্য বিরাজ আলী, গ্রাম উন্নয়ন কমিটি, ইউপিজি সদস্য, সিভিএ টিমের সদস্য, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্য প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে