সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কালিয়ায় বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ২০:১৭

নড়াইলের কালিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কালিয়া উপজেলায় ২ হাজার ১৩৪ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে।

এ সময় কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার রুনু শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম ফেরদৌস (ভারপ্রাপ্ত) , উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে