মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় শিশুদের বার্ষিক সম্মেলন ও উপহার বিতরণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ১৪:৫৬

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুদের বার্ষিক সম্মেলন ও উপহার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি।

শনিবার উপজেলার কালিবাড়ী আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি'র সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘোগা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সোলাইমান কবির।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হেকমত আলী, প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি নজরুল ইসলাম,শ্যামল চন্দ্র দত্ত, ইতি মোদক, লিপি আক্তার, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্য প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রোগ্রাম অফিসার বেলী ম্রং বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, স্মার্ট বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিয়ে যেতে হবে, আজকের এই বার্ষিক সম্মেলনে শিশুদের পড়াশোনায় সাপোর্ট দিতে ১৫০ জন শিশুকে উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে, এভাবে এই ইউনিয়নে ৯৪৯ জন শিশু স্কুল ব্যাগ পাবে।

পরে ১৫৯ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে