মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় বিনামূল্যে পানির ট্যাংকি ও নলকূপ পাবে দরিদ্র পরিবার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ১৫:১২

ময়মনসিংহের মুক্তাগাছায় অতিদরিদ্র পরিবারের বিশুদ্ধ পানি ও নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার জন্য নলকূপ ও ৫ হাজার লিটার ট্যাংকি সহ সাবমার্সেবল মটর দিবে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি।

রোববার উপজেলার নন্দীবাড়ী ওয়ার্ল্ড ভিশনের হলরুমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে গভীর ও অগভীর নলকূপ বসানো সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী নায়েব আলী।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি মেনেজার নম্রতা হাউই,স্বাস্থ্য ও পুষ্টি টিপি মেনেজার ডা. জয়ন্ত নাথ, সাংবাদিক মামুন আল গাইয়ুম, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, ইউপি সদস্য, মসজিদের ইমাম, পুরোহিত, ভিডিসি সভাপতি প্রমূখ। সভায় নলকূপ বিতরণে শতভাগ স্বচ্ছতায় করনীয় শীর্ষক আলোচনা করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে