মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় একসাথে ১০২ জন শিশুর জন্মদিন পালন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৯:২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বাৎসরিক সমাবেশ ও একসাথে ১০২জন শিশুর জন্মদিন উৎসব উদযাপন করা হয়েছে।

সোমবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও সিনিয়র মেনেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা তিতুস হাচ্ছা, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, ইয়ুথ ফোরাম নেতা বৃষ্টি আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে জামালপুর এসিও সিনিয়র মেনেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন ওয়ার্ল্ড ভিশন কি ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে তা তুলে ধরেন এবং শিশুর জন্মদিন পালনের গুরুত্ব, নিয়মিত পড়াশুনা করা ও নিয়মিত স্কুলে যাওয়া, শিশু অধিকার, শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ওয়ার্ল্ড ভিশনের ভূমিকা তুলে ধরেন।

পরে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ, ক্লিব বোর্ড, ড্রয়িং প্যাড, কালার পেন্সিল ইত্যাদি বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে