মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বোরহানউদ্দিনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ২০:০৫

ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন থানা চত্ত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)।

সভাপতিত্ব করেন, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির(বিপিএম)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম) বলেন, কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সেবা জনগনের দরজায় পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর। এজন্য দরকার সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ। সকলে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করলে গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে দেয়া সহজ।

ওই সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান উপজেলা আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার(লালামোহন সার্কেল) বাবুল আকতার, সরকারি আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জোহেব হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও মো. রায়হান-উজ্জামান,সহকারি কমিশনার(ভূমি)ইমরান জাহিদ খান, ব্যবসায়ী নেতা মো. কায়কোবাদ মিয়া, নূর আহম্মদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, আলেম সমাজের প্রতিনিধি,স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব সময়ে বাটামারা পীর সাহেব মাও.মুহিবউল্লাহ দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে