রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইসলামপুরে ২শ কৃষক পেল উন্নত মানের ধানের বীজ

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ১৯:৪৬

জামালপুরের ইসলামপুরে ক্লাস্টারভিত্তিক আউশ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএলএম রেজুয়ান,পলবান্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার কমলসহ আরও অনেকে।

পরে জন প্রতি পাঁচ কেজি করে স্থানীয় ২শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রী ধান ৯৮ এর বীজ বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে