মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ১৫:০৪

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মুক্তাগাছার মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড় বেড়েছে প্রতিটি শপিংমল ও বিপণি-বিতানে। পাশাপাশি ফুটপাতেও কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে স্বল্প আয়ের মানুষদের। নতুন জামা-জুতো এবং প্রসাধনী সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আকর্ষণীয় মূল্যে পণ্য বিক্রি করতে পেরে খুশি।

শনিবার উপজেলার বড় মসজিদ মার্কেট রফিজ উদ্দিন মার্কেটসহ অন্যান্য শপিং মল ঘুরে এই দৃশ্য দেখা যায়।

বড় মসজিদ মার্কেটে দি নিউ ইয়েলো পয়েন্টের স্বত্বাধিকারী আজিজুল বলেন, এবছর অন্যান্য বছরের তুলনায় ক্রেতা তুলনামূলক বেশি। কেনা বেচাও বেশি। সুলভমূল্যে ক্রেতারা ঈদের নতুন নতুন কালেকশন পেয়ে খুশিও।

তবে অন্যদিকে কাঠবওলা থেকে শপিং করতপ আসা মেহেদী বলেন, এবছর অন্যান্য বছরের তুলনায় জিনিসপত্রের দাম একটু বেশি। বিশেষকরে শিশুদের জিনিসপত্র মনে হচ্ছে একদম নাগালের বাইরে।

অন্য ক্রেতারা বলছেন, ছেলে-মেয়ের শশুর বাড়িতে পছন্দসই কাপড় চোপড় পাঠানোর জন্য আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছি। এদিকে কাপড়ের দোকান ছাড়াও জুতার দোকান, কসমেটিকস এর দোকানেও শিশু থেকে বৃদ্ধরা ভিড় করছেন তাদের পছন্দের জিনিসপত্র কিনতে।

মুক্তাগাছার মার্কেটগুলো ঘুরে আরো দেখা যায়, পুরুষের তুলনায় নারী ও শিশু ক্রেতারাই ভিড় করছেন। কম দামে ভালো পোশাক কিনতে মার্কেটে আগেভাগেই ছুটে এসেছেন তারা। ভিড় সামলাতে বিক্রেতারাও তাদের নিয়োজিত কর্মচারীর পাশাপাশি বাড়তি লোক নিয়োগ দিতে দেখা যায় দোকানগুলোতে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে