সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরাইলে ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০১ এপ্রিল ২০২৪, ২১:৩৪
সরাইলে ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে ইটভাটা চালানোর দায়ে মেসার্স সুবর্ণ ব্রিকস নামক এক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ নেওয়াজের নেতৃত্বে উপজেলার শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স সুবর্ণ ব্রিকসকে এই জরিমানা করেন।

পরিবশে অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক বিশাল চক্রবর্ত্তী জানান, জেলার সদর উপজেলা ও সরাইল উপজেলায় বিভিন্ন ইটভাটায় রোববার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মেসার্স সুবর্ণ ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে ইটভাটায় ইট প্রস্তুতের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, (সংশোধিত ২০১৯) অনুসারে সুবর্ণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা এবং আরো ৫টি ইটভাটার মালিককে সরকারি আইন মেনে ইটভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক বিশাল চক্রবর্ত্তী পুলিশ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে