মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ টু ঢাকা গেইটলক স্পেশাল সার্ভিসের উদ্বোধন  

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৫:১৯

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে কিশোরগঞ্জ টু ঢাকা অনন্যা সুপার গেইটলক স্পেশাল সার্ভিসের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসের শেখ বিপিএম (সেবা) পিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক।

বুধবার (০৩ এপ্রিল) সকালে গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনালের সামনে আলোচনা সভায় এই গেইটলক সার্ভিসটি উদ্বোধন করা হয়।

গেইটলক সার্ভিসটি আগের পুরাতন গাড়িকেই মেরামত করে মন্দের ভালো হিসাবে কিশোরগঞ্জ টু ঢাকা ২০টি বাসকে নির্ধারণ করা হয়েছে গেইটলক স্পেশাল সার্ভিস হিসেবে।

জানা যায়, দীর্ঘ ১৪ বৎসর যাবত কিশোরগঞ্জবাসী গেইটলক সার্ভিসটি ভুলে গিয়েছিল। ১০ বছর পরে নবনির্বাচিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে এই গেইটলক সার্ভিসটি চালু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান নতুন রোড হিসেবে কিশোরগঞ্জ গাইটাল আন্তঃ জেলা বাস টার্মিনাল হইতে কটিয়াদী হয়ে মঠখোলা মোড় হয়ে চালাকচর হয়ে ইটাখলা দিয়ে বের হবে। এতে করে নতুন এ রোডে প্রায় এক ঘন্ট সময় কম লাগবে বলে মালিক সমিতি আশা ব্যক্ত করেছে। এতে যাত্রীরাও নির্বিঘ্নে ও চলাচল করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আনিছুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মন্তোষ বিশ্বাস, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহম্মেদ কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে