মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে মেঘনা নদীতে বলগেটসহ ২ জন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ১৯:৩৫

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে অবৈধভাবে চলাচলকারী বলগেটসহ ২ জনকে গ্রেফতার করেছে নৌ- পুলিশ। আজ শনিবার সকালে মেঘনা নদীর রেলওয়ে ও সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে তাদেরকে বলগেটসহ প্রথমে আটক করে।

এরা হলো, বলগেটের সুকানী তুহিন হাসান (২৬) ও ইন্জিন চালক মোঃ সারোয়ার (২০)। দুজনের বাড়ী নবীনগরের বীরগাঁও গ্রামে। আটককৃত বলগেটটি জব্দ করে ভৈরব নৌ- থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এব্যাপারে থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

ভৈরব নৌ- থানার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, আটককৃত বলগেটটি নদীতে চলাচল করার কোন বৈধ কাগজপত্র ছিলনা। এছাড়া সুকানীর ড্রাইভিং লাইসেন্স নেই। নদীতে বলগেট চলাচল করতে হলে বিআইডব্লিউটিএ থেকে অনুমোদন লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে থানায় মামলা করা হয়।

তিনি বলেন, গত ২২ মার্চ ভৈরবের মেঘনা নদীতে ট্রলার সাথে ভাল্কগেট দূর্ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটে। দূর্ঘটনার জন্য দায়ী ভাল্কগেটটি পুলিশ এখনও চিন্হিত করে অভিযুক্তদের ধরতে পারেনি। ঘটনার পর থেকে পুলিশ নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে