মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে পৃথক অভিযানে ১৩ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৯

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় নৌ পুলিশের পৃথক অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, শনিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অভিযানে যায় নৌ পুলিশ।

এসময় মাছ ধরায় শিপন সিকদার (৩১), ইমরান খান (২৬), এমরান গাজী (২২), মানিক খাঁন (২৮), রাসেল বেপারী (২০), সাগর হোসাইন (১৯), আব্দুর রহমান (১৫) ও মো. শুক্কুর আলীকে (১২) আটক করা হয়। তাদের হেফাজতে থাকা ২ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ওসি বলেন, শনিবার মধ্যরাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ ধরা অবস্থায় আল ইসলাম (১৮), মঞ্জুর হোসেন (১৯), সিরাজুল ইসলাম (২৫), আব্দুল মালেক (২২), আনোয়ার মোল্লা (৪২) কে আটক করা হয়।

আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জেলেদের সঙ্গে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে