মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাভারে বিনামূল্যে এক মিনিটের ঈদ বাজার

সাভার প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ১৮:১৫

সাভারে প্রতি বছরের ন্যায় এক মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ বাজারে আয়োজন করা হয়।সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর চেয়ারম্যান বাড়ির প্রাঙ্গনে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামুল্যের এই ঈদ বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

'এক মিনিটের ঈদ বাজার' নামে অস্থায়ী এই বাজারের বিভিন্ন স্টল থেকে শিশুকিশোরসহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে ঈদের নতুন শাড়ি, লুঙ্গি, জুতা, মুরগী, চাল-ডাল, সেমাই, চিনি দুধসহ আরো অনেক রকমের খাদ্য সামগ্রী।

দিনব্যাপী চলা বিনামূল্যের এই বাজার থেকে ঈদের জামা কাপড়, শাড়ি, লুঙ্গি জুতাসহ দরকারি খাদ্যপণ্য পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায় হতদরিদ্র পরিবারের মানুষেরা।

এসময় কয়েক হাজার অসহায় ও দুস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে