মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৪

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসব ছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতু সংলগ্নে অনুষ্ঠিত হবে ওই অষ্টমী স্নান উৎসব।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ,রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয়সহ বিভিন্ন স্থানে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হবে। এবার কয়েক লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এবার ওই অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান,আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলেমিশে উৎসবের আমেজ নিয়ে পালন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ।

ইতিমধ্যে অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্র মন্ডল বলেন, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও আমরা নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্তা গ্রহণ করা হয়েছে।

হোসেনপুর থানা ওসি নাহিদ হাসান সুমন জানান, আমারা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য আমাদের হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ ও প্রশাসন মিলে অষ্টমী স্নান পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছরও করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি জানান, এবার ওই অষ্টমী স্নান উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি উৎসবমুখর।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে