মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  ৯ জন 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকেল ৪টা পর্যতন্ত চেয়ারম্যান.ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়জন অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা ফিরোজ মজুমদার (আওয়ামীলীগ সমর্থিত), বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার (স্বতন্ত্র), বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী(স্বতন্ত্র)।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য এম সফিকুল হোসেন মহিম (আওয়ামীলীগ সমর্থিত), ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার ছেলে ইকরামুল হক মজুমদার (স্বতন্ত্র), উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল (স্বতন্ত্র), উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম রিটু (স্বতন্ত্র)।

এছাড়াও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া (আওয়ামীলীগ সমর্থিত), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এনামুল করিম মজুমদার বাদলের স্ত্রী নিলুফা ইয়াসমিন মজুমদার (স্বতন্ত্র)।

পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার তানজিদা ইয়াসমিন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে