সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি-জামায়াতসহ প্রার্থী ১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩২

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেছেন। একইসঙ্গে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন।

ভোলাহাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. শাজাহান মানিক জানিয়েছেন, ভোলাহাটে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিন জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রোববার প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। তাদের মধ্যে তিন জন বিএনপি নেতা ও চার জন আওয়ামী লীগ নেতা রয়েছে।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহবায়ক মো. বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান আলীসহ চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন।

গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা মোহা. আশরাফ হোসেন আলিম, আব্দুল্লাহ আল রাইহান, বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ূন রেজা, মো. সিরাজুল ইসলাম, মোসা. হালিমা খাতুন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মু. হাসানুজ্জামান নূহ, মু. নজরুল ইসলাম, মো. মোকসেদুর রহমান, মো. দেলওয়ার হোসেন, মো. খাইরুল আনাম, মো. ওবায়দুর রহমান, মো. মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. শামীমা বেগম, মোসা. জোহনা খাতুন, শামীমা জাহান, মনিরা, মোসা. শিরিন আকতার, মোসা. সুলতানারা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম। ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান ভাইস চেয়ারম্যান) মশিউর রহমান বাবু,বিএনপি নেতা দুরুল হোদা, কামাল উদ্দিন ও মো. আশরাফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুন নাইম মুন্নি (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) শামীমা ইয়াসমীন লিপি ও রাসেদা খাতুন রুনা মনোনয় পত্র জমা দিয়েছেন। নাচোল উপজেলা নির্বাচন অফিসার মো. দুলাল হোসেন ১০ জনের মনোনয়ন দাখিলের তথ্য জানিয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে আট মে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে