মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কচুয়া উপজেলা নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৩

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ঘোষিত তফসিল অনুয়ায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল (সোমবার) কচুয়া উপজেলায় ৩ পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী জেলা রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা সরোয়ার,বাগেরহাট জেলা যুবলীগ ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে ও বর্তমান রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু।ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,হনুফা খাতুন, মোসাঃ ইয়াসমিন আক্তার ও মাধবী রানী শীল।

এদিন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেখ জালাল উদ্দিন বলেন,অনলাইনে আবেদন দাখিলের পর শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।তবে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই এর শেষ তারিখ ১৭ এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল,প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল,৮মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে