মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় হাইলাইট হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন

ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৪

ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৬এপ্রিল) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত- এ -খুদা। হাইলাইট হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ,মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাসরুর হোসেন সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ ।

এ সময় হাইলাইট হাসপাতাল এর চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ শহীদুল ইসলাম বলেন,এ হাসপাতাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইতোমধ্যে ২ লক্ষ ৭৫ হাজার ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৫শ ৮৫ জনকে স্বল্পমূল্যে ছানি অপারেশন এবং ৫ হাজার ২শ ৮৮ জনকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া মঙ্গলবার প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন, হাইলাইট চক্ষু হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনটি দীর্ঘ ২২ বছর যাবত ভাঙ্গায় গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এতে হতদরিদ্র রোগী সহ অনেকেই উপকৃত হয়েছেন। এছাড়া এ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রতিবন্ধী, অটিস্টিক এবং ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য কাজ করে যাচ্ছি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে