মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চুনারুঘাটে ২৯ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা চালসহ জুয়েল মিয়া নামে স্থানীয় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল মিয়া (২৮) উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সোমবার (১৫ এপ্রিল ) বিকালে চুনারুঘাট থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ শাকির মোহাম্মদ বাজারে মা'বাবার দোয়া ভেরাইটিজ ষ্টোরে অভিযান পরিচালনা করে ২৯ বস্তায় ৮৭০ কেজি খাদ্য বান্ধব কর্মসূচি খাদ্য অধিদপ্তর লেখা চাউল জব্দ করেন এবং জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, শানখলা ইউনিয়নের নামে বরাদ্দ হওয়া সরকারি চাল জুয়েলের দোকানে রেখে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয় এঘটনায় জুয়েলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। তবে জুয়েলের দাবী সে গরীবদের কাছ থেকে খরিদ করেছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে