মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১০:৪৪
ছবি-যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার জয় নারায়নপুর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে একটি কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, জয় নারায়নপুর এলাকায় এইচ টি কর্পোরেশন নামের কয়েল কারখানার শেডে মঙ্গলবার রাত ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। কয়েল ওভারহিটের কারণে আগুন লাগেওই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হ্েচ্ছ। আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমান ১০লাখ টাকা বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

অপরদিকে মঙ্গলবার মধ্যরাতে শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় আজিজ মার্কেটে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: বেলাল আহমেদের নেতৃতে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই মার্কেটের ৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে