মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্পিডগান দিয়ে দুরপাল্লার গাড়ির গতি পরিমাপ করছে হাইওয়ে পুলিশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১১:২৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গানের মাধ্যমে দুরপাল্লার গাড়ির গতি পরিমাপ করছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে ও পরে পুলিশের এই তৎপরতা চলমান রয়েছে। এ কারণে মহাসড়কে দুর্ঘটনার হার অনেকটা কমেছে।

এছাড়া ঈদের আগে স্থানীয় বাস মালিক ও চালকদের নিয়ে একটি সমন্বয় সভায় আয়োজন করা হয়।

সভায় চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় সর্বনিন্ম ৩০ কিলোমিটার ও সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে যান চলাচলের জন্য সবাইকে অবগত করা হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ত্রি-হুইলার নিষিদ্ধ ও হেলমেটবিহীন মোটরসাইকেল ও অতিরিক্ত আরোহী বহনের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এতে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনা অনেকাংশে কমেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে