মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

পরবর্তিতে উপজেলা পরিষদ হলরুমে অনু্ষ্িঠত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায়, ইউএনও এম. রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকাদর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, থানা ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। উপস্থিত সকলে মুজিবনগর সরকার কে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার জন্য সকলকে আহবান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে