রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৪:২০
সিরাজগঞ্জে ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর অনিরাপদ ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের মুজিব সড়ক চৌরাস্তা মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ক্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ইডিপির নির্বাাহী পরিচালক আবু জাফর খান, মর্ডান ডেলভপমেন্ট, অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মাসুদ রোকনী, চ্যানেল ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার হীরকবগুন, ক্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর চেয়ারম্যান আশিক আহমেদ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, বর্তমানে যে প্লাস্টিক ড্রামগুলোতে ভোজ্যতেল বহন করা হয় সে ড্রামগুলো ফুড- গ্রেড নয় এবং স্বাস্থ্যের জন্য অনিরাপদ। ড্রামগুলো থেকে কেমিক্যাল এর অবশিষ্টাংশ দূর করা যায় না, এই ড্রামগুলোতে সাধারণত রাসায়নিক দ্রব্য বাজারজাত করা হয় এবং ওই ড্রামে রাখা ভোজ্যতেলের মান ধীরে ধীরে খারাপ হতে থাকে, ওই ড্রামগুলোতে আইনের দ্বারা নির্ধারিত লেবেলিং করা থাকে না এবং ওই ড্রামে রাখা ভোজ্য তেল কার উৎপাদিত তা দেখা বা বোঝা যায় না। তাই ক্ষতিকারক ওই প্লাস্টিক ড্রামগুলো নিষিদ্ধ করার দাবী জানান বক্তারা। উক্ত মানববন্ধনে এসময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে