রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাদুরিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে সোমবার বিকেলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ আর মাহমুদুল হক রোজেন।
বক্তব্য রাখেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আইনুল হাবিব, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খান, বাহাদুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক টুকু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলয়ার হোসেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। আগামী দিনে ভেদাভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার আহবান জানান বক্তরা।
যাযাদি/ এসএম