শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলা কাঁদে

বজলুর রশীদ
  ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

শীতকথনের গল্পে শুনি

করে না সে- হিত,

শীত জেঁকেছে হিম কুয়াশায়

সবার মুখের গীত!

শীত জেঁকেছে ঘরে বাইরে

উপায় খুঁজি ভাই রে,

ভোর সকালে রবির আশায়

পূর্ব দিকে চাইরে।

পৌষে-মাঘে শীতবুড়িটা-

হিম ঢেলে দেয় গায়,

হয়েছে তাই হাড় কাঁপানো

আর জাগে হাত, পায়।

শীতবুড়িটা পৌষে-মাঘে

আসে বা কেন রেষে?

বাংলা কাঁদে তার দাপটে

এমন পরিবেশে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84754 and publish = 1 order by id desc limit 3' at line 1