শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ২৯ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ ১ ১। জীববিজ্ঞানের জনক কে? উত্তর : অ্যারিস্টটল ২। অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর : গ্রিস ৩। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? উত্তর : ২টি ৪। অ্যারিস্টটল খ্রিস্টপূবর্ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর : ৩৮৪ সালে ৫। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কী? উত্তর : জীববিজ্ঞান ৬। জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পকের্ আলোচনা করা হয়? উত্তর : ইভোলিউশন ৭। জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পকের্ কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর : মরফোলজি ৮। জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পকের্ আলোচনা করা হয়? উত্তর : জেনেটিক্স ৯। দ্বিপদ নামকরণের প্রবতর্ক কে? উত্তর : ক্যারোলাস লিনিয়াস ১০। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লিখ। উত্তর : ১৭০৭-১৭৭৮ ১১। ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন? উত্তর : ১৭৩৫ সালে ১২। ক্যারোলাস লিনিয়াস কোন বিশ^বিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক ছিলেন? উত্তর : উপসালা বিশ^বিদ্যালয়ে ১৩। ইস্ট কীসের সাহায্যে বংশবৃদ্ধি করে? উত্তর : স্পোরের সাহায্যে ১৪। মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? উত্তর : কাইটিন ১৫। ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবতর্ন করেন? উত্তর : ১৭৫৩ সালে ১৬। ধানের বৈজ্ঞানিক নাম কী? উত্তর : ঙৎুুধ ংধঃরাধ ১৭। জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে? উত্তর : কেলভিয়ার স্মিথ ১৮। মারগুলিস কত সালে হুইটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন? উত্তর : ১৯৭৪ সালে ১৯। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? উত্তর : মনেরা ২০। দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী? উত্তর : প্রজাতি ২১। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সবর্দা কোন অক্ষরে লিখতে হয়? উত্তর : ইটালিক ২২। পেয়াজের বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : অষরঁস পবঢ়ধ ২৩। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঝড়ষধহঁস ঃঁনবৎড়ংঁস ২৪। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঘুসঢ়যবধহড়ঁপযধষর ২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর : ঠরনৎরড় পযড়ষবৎধব

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে