বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
অযোধ্যা মামলার রায়

রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি : মোদি

যাযাদি ডেস্ক
  ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০
'মন কি বাত' অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

অযোধ্যা তথা বাবরি মসজিদ ও রাম জন্মভূমি বিতর্কের মামলার শুনানি শেষ। নভেম্বর মাসেই রায়। তার আগে রোববার মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' অনুষ্ঠানে সে প্রসঙ্গ টেনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের উলেস্নখ করে সেই সময় দেশবাসী যেভাবে ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিল, তার প্রশংসা করেছেন মোদি। একই সঙ্গে সেই সময় একাধিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। পাশাপাশি ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, সর্দার বলস্নভ ভাই প্যাটেলের জন্মদিনে 'রান ফর ইউনিটি'তে যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতবাসীকে জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা। সংবাদসূত্র : এবিপি নিউজ অযোধ্যায় বিতর্কিত জমি মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। কয়েক মাস আগেই মধ্যস্থতাকারী নিয়োগ করেছিল শীর্ষ আদালত। কিন্তু তারাও বিষয়টির সুষ্ঠু মীমাংসা করতে পারেননি। তারপরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অযোধ্যা মামলা প্রতিদিন শুনানির নির্দেশ দেন। সেই মতো শুনানি শেষও হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সুপ্রিম কোর্ট রায় দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি মাসের শেষ রোববার 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনাবলি, উৎসব-অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানান মোদি। অক্টোবরের 'মন কি বাত'-এ তাই উঠে এলো অযোধ্যা মামলার কথা। ২০১০ সালের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করার রায় দিয়েছিল। সেই সময় ভারতবাসী যেভাবে ঐক্য ও সম্প্রীতির নজির তৈরি করেছিল, তার যেমন প্রশংসা করেছেন মোদি, তেমনই স্বার্থান্বেষী গোষ্ঠীর সমালোচনা করতেও ছাড়েননি। মোদি বলেন, '২০১০ সালে যখন এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি নিয়ে রায় দিয়েছিল, সেই দিনগুলোকে এক বার স্মরণ করুন। রায়ের আগে কোথা কোথা থেকে লোক চলে এসেছিল। বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধার জন্য উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। পরিবেশ উত্তপ্ত করার জন্য কী কী ধরনের ভাষা বলা হচ্ছিল। কিছু বাক্যবাগীশ কী কী সব দায়িত্বজ্ঞানহীন কথা বলেছিল, আমাদের সব মনে আছে। এটা সাত থেকে ১০ দিন চলেছিল। কিন্তু যেই রায় হলো, এক আশ্চর্য ও আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিদ্বজ্জন, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাধু-সন্তরা অত্যন্ত সংযমী, সাবধানী ও পরিণত বক্তব্য পেশ করেছিলেন। ...আদালতের রায়কে অত্যন্ত গৌরবপূর্ণ সম্মান দিয়েছেন ভারতবাসী এবং কোথাও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেননি। এটা আমাদের শক্তি দেয়।' সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিনের মন কি বাত শুরু করেন মোদি। বলেন, 'আলো, সদ্ভাবনা প্রকাশিত হোক, শত্রম্নভাব দূর হোক- দীপাবলিতে এটাই হোক প্রার্থনা।' আগামী ৩১ অক্টোবর সর্দার বলস্নভভাই পটেলের জন্মজয়ন্তী। লৌহমানব ভারতের জন্য কী করেছেন, তার বেশ কিছু উদাহরণ দিয়েছেন। এই দিনটিতে 'রান ফর ইউনিটি'র আয়োজন করা হয়। তাতে সব শ্রেণির, সব প্রান্তের মানুষকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে