শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরালায় বিশপের বিরুদ্ধে ধষের্ণর অভিযোগ

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

কয়েকদিন আগে ভারতের কেরালার একটি চাচের্র পঁাচ যাজকের বিরুদ্ধে ধষর্ণ এবং যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক গৃহবধূ। সেই অভিযোগে প্রথমে পঁাচ যাজককে বরখাস্ত করা হলেও পরে বধূকেই দায়ী করে ওই চাচর্। এবার প্রকাশ্যে চাচের্ যৌন নিযার্তনের আরও এক ধষের্ণর ঘটনা সামনে এসেছে। এবার অভিযোগকারী চাচের্রই এক সন্ন্যাসিনী।

কেরালার কোট্টায়াম জেলার ছোট্ট একটি শহরে অবস্থিত চাচির্ট। সেখানকার একটি অনাথ আশ্রম দেখাশোনা করেন অভিযোগকারিনী সন্ন্যাসিনী। কোট্টায়াম জেলা পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন, চার বছর আগে ২০১৪ সালে কুরাভিলাঙ্গেড এলাকায় একটি অনাথ আশ্রমের অতিথি নিবাসে তাকে প্রথম যৌন হেনস্থা করেন ওই ক্যাথলিক বিশপ। চাচর্ কতৃর্পক্ষকে এই নিয়ে অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি অভিযুক্ত বিশপের বিরুদ্ধে। তারপরই বাধ্য হয়ে তিনি পুলিশে অভিযোগ

জানান বলে জানিয়েছেন।

এদিকে, সন্ন্যাসিনীর এই অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত বিশপ। পুলিশকে তিনি অভিযোগে লিখেছেন, সন্ন্যাসিনীকে বদলি করার জন্যই প্রতিশোধ নিতে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

দুই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে চাচের্র পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সংবাদসূত্র : ডেইলি হান্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে