শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাভানার কাছে ক্ষমা চাইলেন ট্রাম্প

‘অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনার পরিবারকে যেতে হয়েছে’
যাযাদি ডেস্ক
  ১০ অক্টোবর ২০১৮, ০০:০০
বিচারপতি ব্রেট কাভানা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সুপ্রিম কোটের্র বিচারক ব্রেট কাভানার কাছে ক্ষমা চাইলেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কাভানার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুরো দেশের পক্ষ থেকে আমি ব্রেট ও পুরো কাভানা পরিবারের কাছে ক্ষমা চাইছি। আপনাদের পরিবারকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হওয়ায় আমি দুঃখিত।’ সংবাদসূত্র : বিবিসি, ট্রিবিউন, এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোটর্ একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। এ বছর বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেয়ার পর নতুন বিচারপতি নিয়োগের প্রেক্ষাপট তৈরি হয়। গত জুলাইয়ে অ্যান্থনি কেনেডির জায়গায় ব্রেট কাভানাকে সুপ্রিম কোটের্র বিচারপতি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। চ‚ড়ান্তভাবে নিয়োগ পেতে সিনেটের কাছ থেকে অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সিনেটের অনুমোদন পাওয়ার আগে কাভানার বিরুদ্ধে তিনজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এ নিয়ে এফবিআইকে তদন্তের নিদের্শ দিতে বাধ্য হন ট্রাম্প। শুরু থেকে এফবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। পঁাচদিনের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দেয় এফবিআই। প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না।

গত শনিবার ব্রেট কাভানাকে সুপ্রিম কোটের্র বিচারক হিসেবে নিয়োগ দেয় মাকির্ন সিনেট। ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটে সুপ্রিম কোটের্ নিজের নিয়োগ নিশ্চিত করেন ট্রাম্প মনোনীত কাভানা। ট্রাম্প বলেন, তিনি এখনো মনে করেন এই নিয়োগ নিয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা ‘শয়তান’ আর কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ‘ভুয়া’। শপথ নেয়ার পর কাভানা বলেন, আদালতে তিনি কখনোই রাজনীতি প্রবেশ করতে দেবেন না। তিনি বলেন, ‘সুপ্রিম কোটের্র নয়জনের একটি দল। আমিও সেই দলের অংশ। আমার নিয়োগ প্রক্রিয়াটি আবেগঘন ও বিতকির্ত ছিল। এখন সেটি শেষ।’

আগামী ৬ নভেম্বর মধ্যবতীর্ নিবার্চন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। নিবার্চনে কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা করছে রিপাবলিকানরা। তবে কাভানার এই নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সবোর্চ্চ আদালতে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পাটির্র অবস্থান আরও সংহত হলো।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, অনেক ডেমোক্রেটই এখন রিপাবলিকানদের ভোট দেবে। ৬ নভেম্বর নিবার্চনে আপনার অনেক কিছু দেখতে পাবেন। ট্রাম্পের দাবি, ডেমোক্রেটরা প্রাণপণ চেষ্টা করেছে যেন কাভানার নিয়োগ না হয়। তবে শেষ পযর্ন্ত সিনেটরদের ভোটে তার নিয়োগ নিশ্চিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16690 and publish = 1 order by id desc limit 3' at line 1