শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

মহাকাশে স্যাটেলাইট

পাঠাচ্ছে ইরান

যাযাদি ডেস্ক

মহাকাশে দুটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বাষির্কী উদযাপন উপলক্ষে কক্ষপথে পয়গাম ও দোস্তি নামে দুটি স্যাটেলাইট পাঠানো হচ্ছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার তিনি বলেছেন, তার দেশ আগামী কয়েকদিনের মধ্যে কক্ষপথে ওই স্যাটেলাইট পাঠাবে। ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন ওই স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার পযর্ন্ত যাবে। সংবাদসূত্র: রয়টাসর্

২৪ ঘণ্টায় ১৫ লাখ

ডলার!

যাযাদি ডেস্ক

মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রাথীর্ হওয়ার ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে মোটা অঙ্কের অনুদান পেয়েছেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোনির্য়ার এই সিনেটর সমথর্কদের কাছ থেকে ১৫ লাখ ডলার অনুদান পেয়েছেন। গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রাথীর্ হওয়ার ঘোষণা দেন তিনি। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নিবার্চনী প্রচারের জন্য সমথর্কদের কাছ থেকে এ অনুদান আসে। ডেমোক্র্যাট নেত্রী নিজেও টুইট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ লাখ ডলার পার করে ফেলেছি। অনেক ধন্যবাদ। সংবাদসূত্র: রয়টাসর্

মালিতে অপহৃত

নারী উদ্ধার

যাযাদি ডেস্ক

নাইজেরিয়ার পাচারবিরোধী একটি সংস্থা জানিয়েছে, তারা মালির দক্ষিণাঞ্চল থেকে কয়েক হাজার নারী এবং শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে অনেককেই যৌন দাসী হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল। ন্যাপটিপ নামের একটি সংস্থা জানিয়েছে, মালিতে ২০-৪৫ হাজারের মতো নাইজেরিয়ান নারী রয়েছে যাদের তারা নাইজেরিয়ায় ফিরিয়ে আনতে ইচ্ছুক। ন্যাপটিপের পরিচালক জেনারেল জুলি ওকাহ দোনলি বলেন, নাইজেরিয়ার ছয়টি রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসব নারীকে অপহরণ করা হয়েছে। হোটেলে বা অন্য কোথাও ভালো চাকরি দেয়ার কথা বলে এই নারীদের ধেঁাকা দিয়ে নাইজেরিয়া থেকে মালিতে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদসূত্র: আল-জাজিরা

ইরানবিরোধী সম্মেলনে

রাশিয়ার না

যাযাদি ডেস্ক

মাকির্ন উদ্যোগে পোলান্ডের রাজধানী ওয়ারশতে ইরানবিরোধী যে সম্মেলন হতে যাচ্ছে তাতে যোগ দেবে না রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সমস্যা থেকে আন্তজাির্তক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। এছাড়া এ সম্মেলনটি নিজের স্বাথর্ আদায়ের জন্যই যুক্তরাষ্ট্র আয়োজন করছে বলেও এতে উল্লেখ করা হয়। সংবাদসূত্র: বিবিসি নিউজ

মুক্তি পাচ্ছে গুজরাট

দাঙ্গায় অভিযুক্তরা

যাযাদি ডেস্ক

ভারতের গুজরাটে প্রায় ১৭ বছর আগে সাম্প্রদায়িক দাঙ্গায় বেশ হতাহতের ঘটনা ঘটে। ২০০২ সালের ২৮ ফেব্রæয়ারির দাঙ্গায় আহমেদাবাদের নারোদা পাটিয়া মহল্লায় অন্তত ৯৭ জন মুসলিম নিহত হয়। সে হত্যাকান্ডটি যারা ঘটিয়েছিল সেই নারোদা পাটিয়া মামলার আসামিরা একের পর এক জেল থেকে বেরিয়ে আসছেন। এ সপ্তাহেই দেশটির সুপ্রিম কোটর্ চার জনকে জামিন দিয়েছে। মাসকয়েক আগে ওই একই মামলায় অব্যাহতি পেয়েছেন বিজেপি নেত্রী ও সাবেক মন্ত্রী মায়া কোদনানি। তার নেতৃত্বেই নিরপরাধ নিরস্ত্র মানুষের ওপর নারোদা পাটিয়াতে হত্যালীলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার কমীর্রাও বিষয়টির প্রতিবাদ করছেন। তারা বলছেন, গুজরাটের দাঙ্গাপীড়িতরা যে আদৌ ন্যায় বিচার পাচ্ছেন না তা এসব ঘটনা থেকেই প্রমাণিত হচ্ছে। সংবাদসূত্র: এনডিটিভি

শীত বাড়িয়ে দিয়েছে

নায়াগ্রার রূপ

যাযাদি ডেস্ক

প্রচন্ড শীতে জবুথবু সমগ্র ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ এশিয়ার বহুদেশ। অনেক স্থানেই তাপমাত্রা হিমাংকের নিচে নেমে গেছে। তুষারপাতে বিপযর্স্ত সেখানকার জনজীবন। পানি জমে হয়ে যাচ্ছে বরফ। তবে এই শীতই শোভা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দিয়ে বয়ে চলা বিশ্বের অন্যতম দশর্নীয় স্থান নায়াগ্রা জলপ্রপাতের। সেখানে পানি জমে রূপ নিয়েছে বরফখন্ডে। মায়াবী শুভ্র আর কৃষ্ণবণের্র সম্মিলন ঘটেছে। কানাডা থেকে আকির্টকের শীতল বাতাস এসে উত্তর অ্যামেরিকা অংশে জলপ্রপাতকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু এতে করেও বিখ্যাত এই জলপ্রপাত দেখেতে পযর্টকদের আগমন থেমে নেই। ভয়াবহ শীতকে উপেক্ষা করে তারা ঠিকই দলে দলে আসছেন জলপ্রপাতের অন্যরকম এই রূপ দেখতে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবিও পোস্ট করছেন। সংবাদসূত্র: এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33954 and publish = 1 order by id desc limit 3' at line 1