শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
কেন্দ্রীয় সরকারের তথ্য

দিলিস্নর তাবলিগ জমায়েতে যোগ দেওয়া ৬৪৭ জনের করোনা

১৪টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আক্রান্তরা তাবলিগ সদস্যদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন যোগী
যাযাদি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২০, ০০:০০
ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া লোকজন

দিলিস্নর নিজামউদ্দিনের তাবলিগ জামাতের জমায়েতে হাজির হওয়া মানুষদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ভারতে। সেই উদ্বেগ এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি পরিসংখ্যান। শুক্রবার সরকারি সূত্রে দাবি করা হয়েছে, ওই জমায়েতে হাজির হওয়া এমন ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংবাদসূত্র : এবিপি নিউজ

এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বলা হয়, 'তাবলিগ জামাতের সমাবেশে হাজির হয়েছিলেন এমন ৬৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে গত দুই দিনে।' দেশটির ১৪টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আক্রান্ত হওয়া এই মানুষগুলো।

মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলামি মারকাজ বাংলেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তাবলিগ জামাত। তাতে যোগ দিতে গিয়েছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ। বিশ্বজুড়ে করোনা তখন রীতিমতো থাবা বসিয়েছে। সেই আবহেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন।

গত ১৫ মার্চ সমাবেশ শেষের পরেও নিজামউদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে। জনতা কারফিউয়ের আগের দিন, অর্থাৎ ২১ মার্চ ওই মসজিদে ছিলেন এক হাজার ৭৪৬ জন। যাদের মধ্যে ২১৬ জন বিদেশি ছিলেন। আর গোটা ভারতে সেই সময়ে বিদেশ থেকে যাওয়া মুসলমান ধর্মপ্রচারক ছিলেন ৮২৪ জন।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রায় এক হাজার ৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন ওই জমায়েতে। সেইসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। আরও অনেকে ভর্তি দিলিস্নসহ দেশের ২৩টি রাজ্যের বিভিন্ন হাসপাতালে।

আরও জানা গেছে, ওই জমায়েতে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী গিয়েছিলেন তামিলনাড়ু থেকে। এই সংখ্যা প্রায় ৫০০ জন। উত্তরপ্রদেশ এরই মধ্যে ১৬০ জনকে চিহ্নিত করেছে, যারা ওই ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্র থেকে ১০৯, মধ্যপ্রদেশ থেকে ১০৭, বিহার থেকে ৮৬, পশ্চিমবঙ্গ থেকে ৭৩, তেলেঙ্গানা থেকে ৫৫, ঝাড়খন্ড থেকে ৪৬ জন ওই সমাবেশে যোগ দিয়েছিলেন। এছাড়া মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, আন্দামান, হিমাচল প্রদেশ থেকেও মানুষ গিয়েছিলেন ওই ধর্মীয় সমাবেশে। আন্দামানে ৯ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে; যারা ওই তাবলিগে অংশগ্রহণ করেছিলেন। যাদের মধ্যে অনেকেই এরই মধ্যে দিলিস্ন থেকে ভারতের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যে ফিরে গেছেন। ফলে সংক্রমণের আশঙ্কাটা বেড়ে গেছে।

তাবলিগ সদস্যদের বিরুদ্ধে

কঠোর হচ্ছেন আদিত্যনাথ

এদিকে, ওই সমাবেশে যোগ দেওয়া সদস্যদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিলিস্নর নিজামউদ্দিনের জমায়েতে অংশ নেওয়া তাবলিগ জামাতের বেশ কয়েকজন সদস্যকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই সদস্যরা করোনা সতর্কতা উপেক্ষা করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95198 and publish = 1 order by id desc limit 3' at line 1