শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভতির্

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ জুলাই ২০১৮, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ (জুলাই-ডিসেম্বর) পিএইচডি প্রোগ্রামে ভতির্র জন্য আগ্রহী প্রাথীের্দর কাছ থেকে নিধাির্রত ফরমে আবেদনপত্র আহŸান করা হয়েছে। রেজিস্টার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩নং কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এমফিল সনদপত্র অথবা সব পরীক্ষা পাসের মূল নম্বরপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশনা ও চাকরির প্রমাণপত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রাথীের্ক নিধাির্রত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। পিএইচডি প্রোগ্রামে ভতির্র জন্য প্রাথীের্ক এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরমেয়াদি স্নাতক সম্মান ও ১ বছরমেয়াদি মাস্টাসর্ ডিগ্রি অথবা ৩ বছরমেয়াদি স্নাতক সম্মান ও ১ বছরমেয়াদি মাস্টাসর্ ডিগ্রির অধিকারী হতে হবে। প্রাথীের্দর সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/ শ্রেণিসহ ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। ঈএচঅ নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পযর্ন্ত সব পরীক্ষায় ঈএচঅ ৫-এর মধ্যে ৩.৫ অথবা ঈএচঅ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রাথীের্দর স্নাতক পযাের্য় কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের গবেষণাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথীের্দর স্বীকৃতমানের জানাের্ল প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4249 and publish = 1 order by id desc limit 3' at line 1