শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
  ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

১৯. ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিকের নাম কী?

ক. কালি ও কলম

খ. বেগম

গ. কলেস্নাল

ঘ. শিখা

সঠিক উত্তর : খ. বেগম

২০. পরী বিবির মাজার কোথায় অবস্থিত?

ক. সোনারগাঁয়ে

খ. লালবাগ কেলস্নায়

গ. লালকেলস্নায়

ঘ. মহাস্থানগড়ে

সঠিক উত্তর : খ. লালবাগ কেলস্নায়

২১. বিহারীলাল চক্রবর্তীকে বলা হয়-

ক. কাব্য সুধাকর

খ. শান্তিপুরের কবি

গ. ভোরের পাখি

ঘ. ছন্দের জাদুকর

সঠিক উত্তর : গ. ভোরের পাখি

২২. বাংলা ভাষাকে পাকিস্তান জাতীয় পরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?

ক. ১৬ ফেব্রম্নয়ারি ১৯৫৬

খ. ৯ মে ১৯৫৪

গ. ২১ ফেব্রম্নয়ারি ১৯৫৬

ঘ. ৩১ জানুয়ারি ১৯৫২

সঠিক উত্তর : ক. ১৬ ফেব্রম্নয়ারি ১৯৫৬

২৩. মোহাম্মদ আলী কোন রোগে কাতর ছিলেন?

ক. নিউমোনিয়া

খ. হোমসিক

গ. ফুসফুস ক্যান্সার

ঘ. পার্কিনসন্স

সঠিক উত্তর : ঘ. পার্কিনসন্স

২৪. 'পান্ডুলিপি-৭১' হলো একটি-

ক. চলচ্চিত্র

খ. কাব্যগ্রন্থ

গ. পেইন্টিং

ঘ. উপন্যাস

সঠিক উত্তর : ঘ. উপন্যাস

২৫. বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত?

ক. যশোর

খ. বগুড়া

গ. কুমিলস্না

ঘ. ঢাকা

সঠিক উত্তর : ঘ. ঢাকা

২৬. ইউনেস্কো ২১ ফেব্রম্নয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে-

ক. ২১ ফেব্রম্নয়ারি ১৯৯৯

খ. ১৭ নভেম্বর ১৯৯৭

গ. ১৭ অক্টোবর ২০০০

ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯

সঠিক উত্তর : ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯

২৭. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

ক. ধর্মপাল

খ. রামপাল

গ. গোপাল

ঘ. অতীশ দীপঙ্কর

সঠিক উত্তর : ক. ধর্মপাল

২৮. আন্তর্জাতিক ভাষাবর্ষ-

ক. ১৯৫২ সাল

খ. ১৯৯৯ সাল

গ. ২০০৮ সাল

ঘ. ২০০০ সাল

সঠিক উত্তর : গ. ২০০৮ সাল

২৯. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?

ক. কুমিলস্না

খ. ঢাকা

গ. টাঙ্গাইল

ঘ. নওগাঁ

সঠিক উত্তর : ঘ. নওগাঁ

৩০। পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে?

ক) ১৯৪৩ সালে

খ) ১৮৫০ সালে

গ) ১৯২১ সালে

ঘ) ১৯৫০ সালে

উত্তর : ক) ১৯৪৩ সালে

৩১। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে?

ক) ২৫

খ) ৩০

গ) ৩৫

ঘ) ৪০

উত্তর : গ) ৩৫

৩২। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

ক) তাজউদ্দীন আহমদ

খ) মোশতাক আহমদ

গ) সৈয়দ নজরুল ইসলাম

ঘ) মনসুর আলী

উত্তর : গ) সৈয়দ নজরুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70991 and publish = 1 order by id desc limit 3' at line 1