শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০
প্রকৃতির নিষ্ঠুরতা

অধ্যায়-৩

৮. হেমন্তকালে কোন অনুষ্ঠান উদযাপিত হয়?

ক. পিঠা উৎসব

খ. নববর্ষ

গ. হেমন্ত উৎসব

ঘ. মেলা

সঠিক উত্তর : গ. হেমন্ত উৎসব

৯. বাংলার ঐতিহ্যবাহী মেলা কোনটি?

ক. আবাসন মেলা

খ. বাণিজ্যমেলা

গ. বৈশাখী মেলা

ঘ. শিশুমেলা

সঠিক উত্তর : গ. বৈশাখী মেলা

১০. নদীভাঙন, অনাবৃষ্টি, বন্যা প্রকৃতির কোন দিকটিকে নির্দেশ করে?

ক. উদারতা

খ. দানশীলতা

গ. নিষ্ঠুরতা

ঘ. উর্বরতা

সঠিক উত্তর : গ. নিষ্ঠুরতা

১১. কোন যুগে ভাগ্যান্বেষী মুসলমানরা এ দেশে আসে?

ক. প্রাচীন যুগে

খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে

ঘ. বর্তমান যুগে

সঠিক উত্তর : খ. মধ্যযুগে

১২. এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা?

ক. জমিদাররা

খ. সুফি-সাধকরা

গ. মোগল শাসকরা

ঘ. হাজিরা

সঠিক উত্তর : খ. সুফি-সাধকরা

১৩. একুশে বইমেলা কত দিন অনুষ্ঠিত হয়?

ক. ১৫ দিন

খ. ২০ দিন

গ. ২৫ দিন

ঘ. এক মাস

সঠিক উত্তর : ঘ. এক মাস

১৪. কোন সময়ে নতুন চালের পিঠা-পুলি খাওয়ার চল ছিল?

ক. শীতকালে

খ. গ্রীষ্মকালে

গ. বসন্তকালে

ঘ. হেমন্তকালে

সঠিক উত্তর : ক. শীতকালে

১৫. বাংলাদেশের কোনটি মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছে?

ক. বেলেমাটি

খ. উর্বর মাটি

গ. বৃষ্টিপাত

ঘ. খাদ্যপণ্যের চাহিদা

সঠিক উত্তর : খ. উর্বর মাটি

১৬. কোন কৃষিপণ্য বাংলার মানুষকে কাপড় বুনতে উৎসাহিত করেছে?

ক. কার্পাস

খ. পাট

গ. তুলা

ঘ. রেশম

সঠিক উত্তর : গ. তুলা

১৭. পৃথিবীর সব ধর্মের মূল শিক্ষা কী?

ক. শান্তি ও সম্প্রীতি

খ. যুদ্ধ ও শান্তি

গ. ধর্মভীতি ও শান্তি

ঘ. সহাবস্থান ও ধর্মনীতি

সঠিক উত্তর : ক. শান্তি ও সম্প্রীতি

১৮. বাংলার হাজার বছরের সংস্কৃতির মর্মকথা কী?

ক. মানুষে মানুষে ভেদাভেদ নেই

খ. মানুষে মানুষে পার্থক্য আছে

গ. বাঙালি জটিল-প্রকৃতির মানুষ

ঘ. বাঙালি সংগ্রামী জাতি

সঠিক উত্তর : ক. মানুষে মানুষে ভেদাভেদ নেই

১৯. প্রকৃতির নিষ্ঠুরতা বোঝা যায়-

র. নদীভাঙনে

রর. অনাবৃষ্টিতে

ররর. বন্যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75620 and publish = 1 order by id desc limit 3' at line 1