শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা ( বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
প্রবীণেরা মূলত কী?

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-৯

৩২। আমাদের সংবিধানে নাগরিক হিসেবে কাদের পুরুষের সমান অধিকার দেয়া হয়েছে?

ক. নারীদের

খ. শিশুদের

গ. প্রতিবন্ধীদের

ঘ. বৃদ্ধদের

সঠিক উত্তর : ক. নারীদের

৩৩। নারী-পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে কোথায়?

ক. পাঠ্যপুস্তকে

খ. সংবিধানে

গ. ধর্মগ্রন্থে

ঘ. সরকারি বিজ্ঞপ্তিতে

সঠিক উত্তর : খ. সংবিধানে

৩৪। নারীর প্রতি বৈষম্য বিলোপসংক্রান্ত সনদ প্রণয়ন করে-

ক. জাতিসংঘ

খ. বিশ্বব্যাংক

গ. ইউএনডিপি

ঘ. আদালত

সঠিক উত্তর : ক. জাতিসংঘ

৩৫। নারী অধিকার নিশ্চিত করতে সরকারের বিশেষ ব্যবস্থা কোনটি?

ক. ভোটাধিকার

খ. মজুরি-বৈষম্য দূরীকরণ

গ. উপবৃত্তির ব্যবস্থা

ঘ. কর্মসংস্থানের সুযোগ

সঠিক উত্তর : গ. উপবৃত্তির ব্যবস্থা।

৩৬। একটি জাতির ভবিষ্যৎ কাদের হাতে?

ক. পুরুষদের

খ. নারীদের

গ. প্রবীণদের

ঘ. শিশুদের

সঠিক উত্তর : খ. নারীদের

৩৭। মাতৃত্বকালীন ছুটি নারীদের কী?

ক. অধিকার

খ. দায়িত্ব

গ. মর্যাদা

ঘ. অবসর

সঠিক উত্তর : ক. অধিকার

৩৮। বর্তমানে সন্তানের বাবার নামের পাশে মায়ের নাম লেখা বাধ্যতামূলক। এ তথ্যটি কিসের প্রমাণ?

ক. নারী-পুরুষের সমানাধিকারের

খ. পুরুষদের প্রাধান্য নির্দেশ করে

গ. নারীদের প্রাধান্য নির্দেশ করে

ঘ. নারীরা স্বাবলম্বী হওয়ার

সঠিক উত্তর : ক. নারী-পুরুষের সমানাধিকারের।

অধ্যায়-৯

১. আমাদের দেশে আগে পরিবারগুলো কীরূপ ছিল?

ক. একান্নবর্তী

খ. একক পরিবার

গ. বহুপতি পরিবার

ঘ. অণু পরিবার

সঠিক উত্তর: ক. একান্নবর্তী

২. প্রবীণেরা মূলত কী?

ক. আরামপ্রিয়

খ. অক্ষম

গ. মূল্যবান মানবসম্পদ

ঘ. মূূল্যহীন

সঠিক উত্তর: গ. মূল্যবান মানবসম্পদ।

৩. প্রকৃতির নিয়মে মানুষ এক সময় কী হয়?

ক. ধনী

খ. গরিব

গ. বুড়ো

ঘ. স্বাস্থ্যবান

সঠিক উত্তর: গ. বুড়ো।

৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স কত বছর?

ক. ৫৮

খ. ৬০

গ. ৬৩

ঘ. ৬৫

সঠিক উত্তর: ঘ. ৬৫।

৫. উন্নত দেশগুলোতে 'সিনিয়র সিটিজেন' হিসেবে গণ্য হন কারা?

ক. প্রবীণরা

খ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

গ. শিল্পী ও সাহিত্যিক

ঘ. রাজনীতিবিদ

সঠিক উত্তর: ক. প্রবীণরা।

৬. প্রবীণরা আমাদের কী দিয়ে সাহায্য করতে পারেন?

ক. জ্ঞান

খ. অর্থ

গ. সম্পদ

ঘ. মনোবল

সঠিক উত্তর: ক. জ্ঞান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78265 and publish = 1 order by id desc limit 3' at line 1