বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অ নে ক কি ছু

নতুনধারা
  ০১ এপ্রিল ২০২০, ০০:০০
ইজিয়ান সভ্যতা

প্রশ্ন : ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কোন সময়কালে?

উত্তর : খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।

প্রশ্ন : ইজিয়ান সভ্যতার তথ্য কোথা থেকে পাওয়া যায়?

উত্তর : গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডেসি কাব্যে।

প্রশ্ন : ট্রয়, মাইসেনীয়, টিরিনস অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?

উত্তর : জার্মান পুরাতাত্ত্বিক হাইনরিখ শ্লিম্যান।

প্রশ্ন : ইউরোপের কোন অঞ্চলের মানুষেরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করে?

উত্তর : পূর্ব বলকান অঞ্চলের মানুষ।

প্রশ্ন : কত খ্রিস্টাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটে?

উত্তর : ১২০০ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্ন : গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতির জন্ম হয় তার নাম কি?

উত্তর : হেলেনিস্টিক সংস্কৃতি।

প্রশ্ন : গ্রিকের ইতিহাসে ১১০০ থেকে ৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল কি নামে পরিচিত ছিল?

উত্তর : হোমারীয় যুগ।

প্রশ্ন : ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর : গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাস।

প্রশ্ন : বৈজ্ঞানিক ইতিহাসের কাকে জনক বলা হয়?

উত্তর : থুকিডাইডিস।

প্রশ্ন : পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন?

উত্তর : গ্রিক বিজ্ঞানীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94780 and publish = 1 order by id desc limit 3' at line 1