শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকার

অভিনয় আমার প্রাণের স্পন্দন

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি। আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে চলতি বছরের প্রথম চলচ্চিত্র 'জয়নগরের জমিদার'। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ চলচ্চিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে।
মাসুদুর রহমান
  ১০ জানুয়ারি ২০২০, ০০:০০
ফারজানা ছবি

প্রেক্ষাগৃহে বছরের প্রথম চলচ্চিত্র...

এ বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জয়নগরের জমিদার'। এ সিনেমা দিয়েই ২০২০ সালের চলচ্চিত্রের বছর শুরু হলো। এতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এর আগে একটি চলচ্চিত্রে অভিনয় করলেও এটি আমার বাণিজ্যিক ধারার প্রথম সিনেমা। এ কাজটি আমার অভিনয় জীবনে নতুন সংযোজনা। সবমিলিয়ে আমার জন্যে পুরোসময়টাই ভীষণ আনন্দের এবং অসাধারণ প্রাপ্তির।

দর্শক দেখবে...

চলচ্চিত্র নির্মাণের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। একদিকে দেশীয় চলচ্চিত্রে অর্থ লগ্নীকারকরা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। অন্যদিকে হলের সংখ্যা কমে যাচ্ছে প্রতিনিয়ত। এই সংকটময় পরিবেশে ছবিটি মুক্তি পাচ্ছে। সমসাময়িক গল্প ভাবনা এবং একই ধাঁচে নির্মিত চলচ্চিত্রের ভিড়ে এটি সম্পূর্ণ মৌলিক গল্প ও ভিন্ন নির্মাণশৈলীর একটি নিরঙ্কুশ দেশীয় চলচ্চিত্র, যা আমাদের ইতিহাস এবং শেকড়ের কথা বলে। এজন্য ছবিটি দর্শক টানবে বলে মনে করি।

অভিজ্ঞতা...

চলচ্চিত্রের চলমান অস্থিতিশীল সময়ে এ ধরনের একটি ইতিহাস নির্ভর ভিন্নধারার সিনেমা নির্মাণের জন্য এই মাধ্যমের প্রতি ভালোবাসা এবং কাজের প্রতি নিষ্ঠা, দুটাই প্রয়োজন। সেই বিবেচনায় প্রযোজক আবু সাঈদ খান এবং পরিচালক এম সাখাওয়াত হোসেন তাঁদের এই প্রচেষ্টার জন্যে প্রশংসার দাবি রাখেন। এই সিনেমার সামগ্রিক আয়োজন ছিল বেশ বিস্তৃত এবং অভিনয় শিল্পীরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভালো কাজটুকু দর্শকদের দেবার চেষ্টা করেছেন। এটি একটি পিরিয়ডিকাল চলচ্চিত্র। সুনির্দিষ্ট সময়কাল বিবেচনা করে এর লোকেশনগুলো নির্ধারিত হয়েছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পুরনো সব জমিদার বাড়িতে।

চলচ্চিত্রে নিয়মিত হলে...

অবশ্যই আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। দর্শক নাটকে আমাকে যেমন বৈচিত্র্যময় সব চরিত্রে দেখেছে ফিল্মেও আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমি তো অভিনয়ের মানুষ, অভিনয় আমার প্রাণের স্পন্দন। অভিনয়ের মাধ্যমগুলোকে কখনো আলাদা করে ভাবিনি। আমার কাছে কাজটাই মুখ্য।

অভিনয়ে বর্তমান...

ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকে কাজ করছি। সম্প্রতি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পান্থ শাহরিয়ারের রচনা ও মাসুদ চৌধুরীর পরিচালনায় 'সত্য গল্পের অসত্য উপাখ্যান' নাটকে কাজ করেছি। এছাড়া মিজানুর রহমান লাবুর চিত্রনাট্য ও পরিচালনায় 'মালা ভাবী' শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। এটি ভারতের রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যাল এ নির্বাচিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83619 and publish = 1 order by id desc limit 3' at line 1