শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশি সহায়তা ছাড়াই সংলাপ হওয়া ভালো

বিদায়ী সংবাদ সম্মেলনে বানির্কাট
যাযাদি রিপোটর্
  ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০
মাশার্ বানির্কাট

বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, নিবার্চন প্রক্রিয়াকে সমথর্ন দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের মধ্যে সংলাপ হওয়াটাই ভালো।

মঙ্গলবার ধানমÐির এডওয়াডর্ এম কেনেডি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাশার্ বানির্কাট একথা বলেন।

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন মাশার্ বানির্কাট। বিদায় নেয়ার আগে গণমাধ্যমকমীের্দর সঙ্গে সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশে অবস্থানকালে নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। এক প্রশ্নের উত্তরে মাশার্ বানির্কাট বলেন, রাজনৈতিক সংলাপ শুধু একটি দল বা কোনো নেতার ওপর নিভর্রশীল হওয়া উচিত নয়। এটা সামগ্রিকভাবে দেখতে হবে। আর বিদেশি সহায়তা ছাড়া সংলাপ নিজেদের মধ্যে হওয়াটা ভালো।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বানির্কাট বলেন, বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নিবার্চন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সেই নিবার্চনে জনমতের প্রতিফলন ঘটবে বলেও আশা করেন তিনি।

এ ক‚টনীতিক জানান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে এই আইন সংশোধনের সুযোগও আছে বলে মন্তব্য করেন তিনি।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকায় মাকির্ন

রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন বানির্কাট। তিনি ড্যান মজিনার পদে স্থলাভিষিক্ত হন। বানির্কাট বিদায় নেয়ার পরে ঢাকায় মাকির্ন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন রবাটর্ আলর্ মিলার।

প্রধানমন্ত্রীর সঙ্গে

বিদায়ী সাক্ষাৎ

বিদায়ী মাকির্ন রাষ্ট্রদূত মাশার্ বানির্কাট বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে বানির্কাট এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, ‘সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়নে মাকির্ন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বানির্কাট। দ্বিপক্ষীয় সম্পকর্ নিয়ে দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।’

প্রেস সচিব বলেন, বাংলাদেশের জনগণের উন্নয়ন করাই যে বতর্মান সরকারের ‘মূল লক্ষ্য’ সে কথা বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। বানির্কাট প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

বিদায়ী মাকির্ন রাষ্ট্রদূত বাংলাদেশের যুব সমাজের প্রশংসা করে বলন, তারাই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

প্রায় চার বছরের কাছাকাছি বাংলাদেশে দায়িত্ব পালন করা বানির্কাটের প্রিয় ফল বাংলাদেশের আম আর লিচু। এটাও তিনি বিদায়ী সাক্ষাতে শেখ হাসিনাকে জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

বিদায়ী সাক্ষাৎ

নিবার্চন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপের ফলাফল ইতিবাচক হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মাশার্ বানির্কাট।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সংলাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফায় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবি রয়েছে, যা বতর্মান সংবিধান অনুযায়ী সম্ভব নয় বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশার্ বানির্কাট বলেন, বাংলাদেশ কোন পথে যাবে তা এ দেশের জনগণের ওপরই নিভর্র করবে।

গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের অধিকার রয়েছে নিজের পছন্দ অনুযায়ী নেতৃত্ব নিবার্চনের দাবি সরকারের কাছে তোলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20216 and publish = 1 order by id desc limit 3' at line 1