শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল।

বিকেল সাড়ে ৫টায় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই বিভাগের ৭ শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে আহত ৭ রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আশঙ্কাজনক ওই ৩ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।ভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78174 and publish = 1 order by id desc limit 3' at line 1