শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে মাস্কের চাহিদা বেড়েছে দ্বিগুন

রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
  ৩১ মার্চ ২০২০, ০০:০০

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সতর্কতায় পূর্বের তুলনায় মাস্ক ব্যবহার ও চাহিদা বেড়েছে দ্বিগুণ। এ কারণে মাস্ক বিক্রি বেড়েছে, পৌর শহরের মোড়ে মোড়ে পসরা সাজিয়ে বসেছে অনেক মাস্কের দোকান।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলতে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া নানামুখী তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এ অবস্থায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জীবিকার তাগিদে ব্যাবসা বদলে মাস্কের দোকান দিয়ে বসেছেন অনেকে।

ফুলবাড়ী শহর ঘুরে দেখা যায়- করোনার প্রাদুর্ভাবে সতর্কতা হিসেবে দোকানপাট বন্ধ রয়েছে। যাত্রী পরিবহণ যানবাহনসহ জন চলাচল নিরুৎসাহিত করতে রাস্তায় রাস্তায় অভিযান চালাচ্ছে প্রশাসন। এতে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। টহল দেওয়ার পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে হ্যান্ড মাইকে প্রচারণা চালাচ্ছেন সেনা সদস্যরা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা; যেমন ওষুধের দোকান, খাবারের দোকান, কাঁচা বাজার, মুদিখানা ছাড়া অন্য দোকানপাট বন্ধ রয়েছে। এই অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকান বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। সে কারণে তাদের অনেকেই ব্যবসা বদলে জীবিকার তাগিদে মোড়ে মোড়ে মাস্কের পসরা দিয়ে বসেছেন।

ফুলবাড়ী বাজারের বাঁধন কসমেটিক-এর স্বত্বাধিকারী নুর আলম, কসমেটিক ব্যবসায়ী সেকেন্দার, ছাতা ব্যবসায়ী এনামুলসহ আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, বর্তমান সময়ে করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বেড়েছে মাস্কের ব্যবহার, যার ফলে বেড়েছে ব্যাপক চাহিদা। তাই তাদের পূর্বের ব্যবসা বন্ধ থাকায় তারা মাস্কের দোকান দিয়েছেন। এতে প্রতিদিন মাস্ক বিক্রি করে কিছু আয় হচ্ছে তা দিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা।

কম্পিউটার মেরামতকারী রায়হান বলেন, তিনি কম্পিউটারের হার্ডওয়্যারের কাজ করেন কিন্তু বর্তমানে তা বন্ধ থাকায় তিনিও মাস্কের দোকান দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94728 and publish = 1 order by id desc limit 3' at line 1