শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নন্দলালের’ ভ‚মিকা নয় কমর্কতাের্দর ইসি

যাযাদি রিপোটর্
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
মো. রফিকুল ইসলাম

নিবার্চন কমিশনার মো. রফিকুল ইসলাম নিবার্চনী কমর্কতাের্দর উদ্দেশে বলেছেন, ‘নন্দলালের ভ‚মিকা নিলে কোনো প্রশিক্ষণই কাজে আসবে না। আপনারা যেন নিবার্চনে নন্দলালের ভ‚মিকায় অবতীণর্ না হোন।’

রাজধানীর আগারগঁাওয়ে নিবার্চন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত প্রশিক্ষণ কমর্শালায় তিনি এ নিদের্শনা দেন। উপজেলা পরিষদ নিবার্চন উপলক্ষে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ও ক্যান্ডিডেট ইনফরমেশন সিস্টেম (সিআইএমএস) সফটওয়্যার-সংক্রান্ত এ প্রশিক্ষণ দিচ্ছে ইটিআই।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের চরিত্রের মধ্যে নন্দলালের একটা বিষয় আছে কিন্তু। আর সেজন্য এই ধরনের একটা কবিতা (নন্দলাল-দ্বিজেন্দ্রলাল রায়) লিখতে হয়েছে। আপনারা এই প্রশিক্ষণ নেয়ার পরেও যদি নন্দলালের ভ‚মিকায় অবতীণর্ হন তাহলে হচ্ছে যে, আমি যত ট্রেনিংই দেই, যতই সফটওয়্যার ডেভেলপ করি, যতই ইকুপমেন্ট এনে দেই না কেন, তা কোনো কাজে আসবে না। আপনারা যেন নন্দলালের ভ‚মিকায় অবতীণর্ না হন। আপনারা যেন আপনাদের কাজটা ঠিক সময়ে, ঠিকভাবে এবং নিখুঁতভাবে করেন সেভাবে সচেষ্ট হবেন’।

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের দিন ইন্টারনেটের

গতি কম থাকার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আপনারা ৩০ তারিখের নিবার্চনে কি করেছেন? যেকোনো কারণে কতৃর্পক্ষ আমাদের কানেক্টিভিটিকে ফোর-জি থেকে থ্রি-জি থেকে টু-জিতে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু আর কানেক্টিভিটি পাইনি। তখন আমাদের যে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ছিলো, আমাদের যেটা ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেম ছিলো, সেই সফটওয়্যারটা দিয়ে তৈরি করা যে ডাটাটা, সেই ডাটাটা আপনারা ফ্যাক্স মেশিন ব্যবহার করে সেমিম্যানুয়াল সিস্টেম ব্যবহার করে আমাদের কাছে পাঠিয়েছিলেন বলেই রক্ষা। তা না হলে সারারাত বা তারপরের দিন সঙ্গে করে নিয়ে আসতে হতো। এই জিনিসকে মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে সব কিছু করতে হবে। কাজগুলো করতে হবে।’

নিবার্চন কমিশনার আরও বলেন, ‘আপনাদের সামান্য একটা ত্রæটি আমাদের ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি করতে পারে। এ জন্য আপনারা যদিও অত্যন্ত ছোট, নিচের লেভেলে এই কাজটা করছেন, কিন্তু আপনাদের কাজটি যে কতটুকু গুরুত্বপূণর্ তা আপনাদের বলে বোঝাতে পারব না। শুধু জানি, আমরা রীতিমতো একটা প্রশ্নের সামনে পড়তে পারি। যেই প্রশ্নটার জন্য দায়ী হচ্ছেন আপনারা। কিন্তু প্রশ্নটা আসবে আমাদের কাছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা ঠিক সময়ে ঠিক জিনিসটা না পারেন, পারফেক্ট জিনিসটা না পারেন, অন্তত গ্রহণযোগ্য জিনিসটাকে আপনাদের উপস্থাপন করতে হবে। এই উপস্থাপন এবং পরিবেশনের দায়টা আপনাদের’।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মাচর্ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মাচর্ এবং ২৪ মাচর্ ১২৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার পঁাচ ধাপে ভোটগ্রহণ করার কথা জানিয়েছে নিবার্চন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37103 and publish = 1 order by id desc limit 3' at line 1