শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ কবে পাবে নিরাপদ জীবনের অধিকার: ড. কামাল

যাযাদি রিপোর্ট
  ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম নেতারা শনিবার বেলা একটায় মিরপুর ৭ নম্বরের ঝিলপাড় বস্তি পরিদর্শন করেছেন। শুক্রবার রাতে এই বস্তিতে আগুন লাগে।

ড. কামাল হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন। তিনি অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিনাতিপাত করছে বলে উলেস্নখ করেন গণফোরাম নেতা। ড. কামাল বস্তিবাসীদের উদ্দেশ্যে বলেন, 'আমি অত্যন্ত মর্মাহত, মহান আলস্নাহতায়ালা

আপনাদের সহ্য করার তৌফিক দিক। তিনি বলেন, একটার পর একটা অগ্নিকান্ড আমাকে আর কতবার দেখতে হবে। মানুষ কবে পাবে নিরাপদে জীবন-যাপনের অধিকার?'

এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ড. কামাল হোসেন সব সময় বস্তিবাসীদের পাশে ছিলেন, থাকবেন। গণফোরাম সভাপতি পরিষদ সদস্য আমসাআ আমিনসহ একটি টীম আপনাদের খোঁজ-খবর নেবেন।' তিনি বলেন, প্রত্যেক মানুষের নিরাপদে বাঁচার অধিকার আছে। দায়িত্বজ্ঞানহীন ও ক্ষমতা দখলকারীরা মানবতাবোধ নিয়ে এতখানি উদাসীন, একদিন জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারি চায় না।

গণফোরামের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62818 and publish = 1 order by id desc limit 3' at line 1