শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে তিন দিন ১৪৪ ধারা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২২ নভেম্বর ২০১৯, ০০:০০
টাঙ্গাইলে ১৪৪ ধারা জারির পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সর্তক অবস্থান -যাযাদি

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পালটা-পালটি এ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে।

এদিকে সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার নেতৃত্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শোর্কযালি করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতৃবৃন্দ বাপ্পীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি পালন করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কলেজপাড়ায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার নেতৃত্বে তার বাসার সামনে থেকে একটি শোর্কযালি বের করা হলে পুলিশ ১৪৪ ধারার বিষয়টি নেতৃবৃন্দকে অবহিত করে। পুলিশ বিষয়টি অবহিত করার পর নেতৃবৃন্দসহ সবাই স্থান ত্যাগ করেন। পরে পরিবারের পক্ষ থেকে বাপ্পীর স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানা যায়, এবার শহিদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার কবর জিয়ারত, বাপ্পী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোর্কযালি এবং শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা।

অপরদিকে বৃহস্পতিবার সকালে নির্যাতিত আওয়ামী পরিবারের ব্যানারে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ এবং পরদিন শুক্রবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে শহিদ মিনার প্রাঙ্গণে সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন 'সড়ক পরিবহণ আইন-২০১৮' বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়া একই ব্যানারে শনিবার (২৩ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। স্থানীয় আওয়ামী লীগের খান পরিবারবিরোধী নেতাদের দাবি, বাপ্পীর মৃতু্যবার্ষিকী পালনের নামে এ কর্মসূচির মধ্য দিয়ে খান পরিবার তাদের অনুসারী সন্ত্রাসীদের আবার একত্রিত করছে। তারা টাঙ্গাইলকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আবার অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের নীলনকশা রুখতেই পালটা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রায় একই সময়ে আওয়ামী লীগের দুইটি প্রতিদ্বন্দ্বী গ্রম্নপ নানা কর্মসূচি গ্রহণ করায় শহরে থমথমে অবস্থা বিরাজ করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা বাহাল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। পুলিশ, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

উলেস্নখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছে খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী। তিনি সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76570 and publish = 1 order by id desc limit 3' at line 1