শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলডিপি মহাসচিব রেদোয়ান গুলিসহ আটক

যাযাদি রিপোর্ট
  ০২ জুলাই ২০১৯, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০১৯, ০০:১০
রেদোয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শাহজালালের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানান, সোমবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম যাওয়ার জন্য রেদোয়ান আহমেদ বিমানবন্দর আসেন। নিয়মানুযায়ী বিমানে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেই বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হয়। রেদোয়ান আহমেদ তা করেননি। বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে সাতটি গুলির অস্তিত্ব ধরা পড়ে। ওবায়দুর রহমান বলেন, নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে ঢোকার জন্য তাকে আটকে দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। এভসেক এলডিপি মহাসচিবকে আটক করার পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শ ম কাইয়ুম বলেন, রেদোয়ান আহমেদের কাছে একটি ম্যাগাজিন ও সাতটি গুলি পাওয়া যায়। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে