শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানদের জন্য প্রস্তুত তামিমহীন বাংলাদেশ

দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনে খেলতে রাজি। তামিমের পরিবতের্ ওপেনিংয়ে খেলতেও আপত্তি নেই আমার
ক্রীড়া প্রতিবেদক
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩
Ñমোহাম্মদ মিঠুন

শ্রীলংকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হাতে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। চোটের যা অবস্থা তাতে অন্তত দুই থেকে তিন মাস এই ওপেনারের সাভির্স পাচ্ছে না বাংলাদেশ। তাই পরবতীর্ ম্যাচগুলোতে তার বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমন্টকে। সেই বিকল্প কে, তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তামিমের বদলি হিসেবে দেশ থেকে কাউকেই দুবাইয়ে পাঠায়নি বিসিবি, পাঠাবেও না। তাই আফগানিস্তানের বিপক্ষে পরবতীর্ ম্যাচকে সামনে রেখে স্কোয়াডের বাকি ১৫ জনের ওপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওই ১৫ জনের সবাই কিন্তু পুরোপুরি ফিট নন। আঙুলে চোট নিয়েই খেলছেন সাকিব আল হাসান। কুচকির চোট উপেক্ষা করেই ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে মহাকাব্যিক এক ইনিংস উপহার দিয়েছেন বটে। তবে ব্যাটিংয়ের সময় খোড়াতে দেখা গেছে তাকে। চোট আছে তরুণ ব্যাটসম্যান নাজুমল হোসেন শান্তরও। এর মধ্যে তামিমের ছিটকে পড়া, টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ারই কথা। তবে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিমকে ছাড়াও খেলতে প্রস্তুত বাংলাদেশ, ‘দলে ছোটখাটো চোট আছে। এটা নিয়েই খেলোয়াড়দের খেলতে হবে। আমি বিশ্বাস করি, তামিমকে ছাড়া আমাদের সবাই খেলার জন্য প্রস্তুত আছে। আশা করি সবাই যার যার দায়িত্ব পালন করতে পারবে।’ এশিয়া কাপে তামিম আর খেলতে পারবেন না, টিম ম্যানেজমেন্ট থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেয়া হয়নি। তবে তিনি খেলতে পারবেন না, এটা শতভাগ নিশ্চিত। তাহলে আফগানিস্তানের বিপক্ষে পরবতীর্ ম্যাচে লিটন দাসের সঙ্গে ইনিংসের সূচনা করবে কে? এই প্রশ্নের উত্তর হতে পারেন শান্ত। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা এই বাহাতি একটি টেস্ট খেললেও গত এক বছর ধরে দলের সঙ্গেই রয়েছেন। কিন্তু শান্তও যে চোটে ভুগছেন। বাংলাদেশ দল মরুর দেশে উড়াল দেয়ার আগেই অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন তিনি। তাই ওপেনিংয়ে তাকে নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। শান্ত যদি সুযোগ না পান, তবে তামিমের জায়গা নিতে পারেন প্রথম ম্যাচে দুদার্ন্ত খেলা মোহাম্মদ মিঠুন। কেননা এ ডানহাতির ওপেনিংয়ে ব্যাট চালানোর অভিজ্ঞতা রয়েছে বেশ। শ্রীলংকার বিপক্ষে ১৩৭ রানে জেতা ম্যাচে ৬৮ বল খেলে ৬৩ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। সোমবার দুবাইয়ে এই ব্যাটসম্যানও জানিয়েছেন, দলের প্রয়োজন ওপেনিংয়ে নামতেও আপত্তি নেই তার, ‘দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনে খেলতে রাজি। তামিমের পরিবতের্ ওপেনিংয়ে খেলতেও আপত্তি নেই আমার।’ বিগত বছরগুরোতে তামিমের সঙ্গে ওপেন করেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। কিন্তু তাদের কাউকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দেশ থেকে কাউকে জরুরি ভিত্তিতে ডেকে নেয়া হচ্ছে না। যারা আছেন তাদের দিয়ে একাদশ সাজানো হবে। আফগানিস্তানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার গ্রæপ পবের্ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে শান্ত সুযোগ না পেলে কপাল খুলতে পারে অলরাউন্ডার আরিফুল হকের। ওপেনিংয়ে মিঠুন নাকি শান্ত কিংবা আরিফুলকে একাদশে সুযোগ দেয়া, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট সময় আছে বাংলাদেশের হাতে। তবে যতকিছুই হোক, তামিমের মতো একজনের ঘাটতি পূরণ করা কঠিন। এই ওপেনারকে ছাড়া সবশেষ কবে মাঠে নেমেছিল টাইগাররা, এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে ফিরে যেতে হবে ২০১৬ সালে। ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসুস্থতার জন্য দলে ছিলেন না ড্যাশিং ওপেনার। অজিদের কাছে ম্যাচটা বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে এবার আর তেমনটা ঘটবে না বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে