শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অঘোষিত ফাইনালে সতকর্ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পবের্ ‘এফ’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ গ্রæপের অন্যতম ফেভারিট ভিয়েতনাম। এই ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, গ্রæপসেরা হয়ে পরের পবর্ নিশ্চিত করবে তারা। কাকতলীয়ভাবে আগের তিন ম্যাচে ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে সমান গোলগড় আর সমান পয়েন্ট পেয়ে একই সমান্তরালে অবস্থান করছে। কমলাপুর স্টেডিয়ামে তাই কঠিন এক লড়াই অপেক্ষা করছে মারিয়াদের জন্য।

এফ গ্রæপের শীষর্ দুই দল বাংলাদেশ আর ভিয়েতনাম। দুই দলেরই তিন ম্যাচে সমান ৯ পয়েন্ট। কাকতলীয়ভাবে দুই দলের গোলগড়ও সমান। শুক্রবার স্বাগতিকরা যদি আরব আমিরাতকে ৮ গোলে হারাতে পারত তবে কিছুটা নিভার্র হয়ে খেলতে পারত। কারণ গোল গড়ে এগিয়ে যেতে পারলে অন্তত ১ পয়েন্ট পেলেই গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর থাইল্যান্ডে নাম লেখানো নিশ্চিত হয়ে যেত মারিয়া-অঁাখিদের। তবে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন, সমীকরণ যাই হোক না কেন, চাপ না নিয়ে স্বাভাবিক খেলাটাই খেলবে তার শিষ্যরা, ‘ভিয়েতনামের চেয়ে ১ গোল বেশি করে এগিয়ে থাকলে অবশ্যই আমাদের লাভ হতো। সেক্ষেত্রে কালকের (আজ) ম্যাচে ওদের সঙ্গে ড্র করলেই আমাদের চলত। তবে এখন আর এ নিয়ে চিন্তা করে লাভ নেই। যা হওয়ার হয়েছে। কালকের ম্যাচে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। তাই বলে এজন্য আমরা মানসিকভাবে চাপে নেই।’

ছোটন আরও জানান, শনিবার মেয়েদের রিকভারি সেশন ছিল। দলের সবাই সুস্থ ও ফিট আছে। গত ম্যাচে যেন মারিয়া দ্বিতীয় হলুদ কাডর্ না পায়, সেজন্য তাকে না খেলিয়ে বিশ্রামে রেখেছিলেন। ফলে ওই ম্যাচে অধিনায়কের আমর্ব্যান্ডটি শোভা পেয়েছিল অঁাখির হাতে। তবে এই ম্যাচে আবারও ফিরছেন মারিয়া। ম্যাচে খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বটি থাকবে তার কঁাধেই। টুনাের্মন্টের শুরু থেকেই ভিয়েতনামকে কঠিন প্রতিপক্ষ ধরে নিয়েই এগিয়েছে বাংলাদেশ। আর তাই আজ চূড়ান্ত পরীক্ষায় পুরো শক্তির দল নিয়েই তাদের মোকাবিলা করে গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্বাগতিকদের। ছোটন যেমন বললেন, ‘ভিয়েতনামের খেলা দেখেছি। ওরা ভালো দল। বিশেষ করে ওদের গোলরক্ষক, ৮ এবং ১০ নম্বর খুব ভালো খেলে। তাদের দিকে আমাদের নজর থাকবে। আমরা কাল পুরো শক্তি নিয়েই মাঠে নামব।’

অনূধ্বর্-১৫ সাফের ফাইনালে ভারতের কাছে হারের বিষয়টিও মাথায় রেখেছেন ছোটন। তাই টানা তিন ম্যাচ জয়ের পরেও মেয়েদের কঁাধে যেন অধিক আত্মবিশ্বাসের ভূতটা সওয়ার না হয় সেদিকে কড়া নজর রেখেছেন তিনি, ‘সাফ অনূধ্বর্-১৫ আসরে ফাইনালে ভারতের কাছে হেরে আমরা একটা বিষয়ে শিক্ষা নিয়েছি; তা হলোÑ অতি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামা যাবে না। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে যেন এটা না হয়, সেদিকে আমরা সতকর্ থাকব। মোটকথা আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13696 and publish = 1 order by id desc limit 3' at line 1