শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির বিকল্প খুঁজছে বাসার্!

ক্রীড়া ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
বাসেের্লানার জাসিের্ত লিওনেল মেসি Ñফাইল ছবি

লিওনেল মেসির অবসরের পর বাসেের্লানার কী হবে? এই প্রশ্নের উত্তর খেঁাজার চেষ্টা করছে বাসেের্লানা। আয়াক্স থেকে সম্প্রতি বাসার্য় স্বাক্ষর করেছেন ফ্রাঙ্ক ডি ইয়ং। শুক্রবার তার হাতে জাসির্ তুলে দেয়া হয়। ২১ বছরের এই মিডফিল্ডার ফ্রাঙ্কের হাতে জাসির্ তুলে দেয়ার সময় বাসেের্লানার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বাতোের্মউ বলেছেন, ‘মেসির উত্তরসূরি খোঁজার চেষ্টায় রয়েছি।’

মিডফিল্ডার হলেও দারুণ প্রতিভার জন্য ফ্রাঙ্ককে নিয়ে দারুণ আশাবাদী বাসেের্লানা। জাভির অভাব পূরণ করার জন্য নেদারল্যান্ডের এই মিডফিল্ডারকে বাসায় নিয়ে আসা। তবে মেসির আদশর্ বিকল্প এখনো অধরায় থেকে যাচ্ছে। যদিও আজের্ন্টাইন খুদে জাদুকরের সঙ্গে আরও দু’বছরের চুক্তি রয়েছে বাসেের্লানার। সে সময় মেসির বয়স হয়ে যাবে ৩৩। ৬৬৪ ম্যাচে যার নামের পাশে এখন ৫৮১ গোল। এ রকম একজন ফুটবলারের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন।

যদিও মেসির বিকল্প হিসেবে নেইমারকে আনা হয়েছিল। তিনি এখন পিএসজিতে খেলছেন। অন্য বিকল্প লুইস সুয়ারেজ অবশ্য দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। আর তাই বাসেের্লানা নতুন কোনো ভালো মানের খেলেয়াড় এলেই অনেক মিডিয়া মেসির উত্তরসূরি হিসেবে তুলনা শুরু করে দেয়। এরআগে ব্রাজিল থেকে ম্যালকমকে আনা হয়েছিল। তবে তিনি এখনো সেভাবে সফল হতে পারেননি। ফরাসি ফুটবলার উসমান ডেম্বেলে শুরুতে গুটিয়ে থাকলেও গত মাস দুয়েক ভালো ছন্দে আছেন। কিন্তু তাকে মেসির আদশর্ বিকল্প ভাবার সময় এখনো পুরোপুরি হয়নি।

বতর্মান প্রেসিডেন্টের মেয়াদ আছে আর মাত্র দু’বছর। তারপর তাকে সরে যেতে হবে। তার আগে তিনি মেসির বিকল্পের খেঁাজে নেমেছেন। এক সাক্ষাৎকারে মারিয়া বাতোের্মউ বলেছেন, ‘মেসি তো আর সারা জীবন খেলবে না। তার উত্তরসূরি খেঁাজার কাজ আমাদেরকে আর এগিয়ে নিতে হবে। আমার জায়গায় যিনি আসবেন, তাকে একইভাবে খেঁাজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতের জন্য ক্লাবকে অবশ্যই তৈরি রাখতে হবে।’

আজের্ন্টাইন খুদে জাদুকর মেসি বারবারই বলেছেন, ‘বাসেের্লানা থেকেই আমার অবসর নেয়ার ইচ্ছা রয়েছে।’ আর সেই সূত্র ধরেই বাসার্র মেসির বিকল্প খেঁাজার চেষ্টা শুরু। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ রীতিমতো ভীষণ বিপদে পড়েছিল। রোনালদোর অভাব আজও মেটাতে পারেনি রিয়াল। তবে ধীরে ধীরে রোনালদোর জায়গা নেয়ার জন্য তৈরি হচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক ভিনিসিয়াস জুনিয়র।

রিয়ালের আগের কোচ হুলেন লোপেতেগি ভিনিসিয়াসকে জুনিয়র দলে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। লোপেতেগির বিদায়ের পর বতর্মান কোচ সান্টিয়াগো সোলারি অবশ্য তাকে আবার ফিরিয়ে নিয়েছেন সিনিয়র দলে। সেই ভিনিসিয়াস নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। রিয়াল সমথর্করা তার খেলা দেখে তারিফ করছেন। তাকে সিআর সেভেনের বিকল্প হিসেবে মেনে নেয়া শুরু করেছন তারা। আর সেই সূত্র ধরে বাসার্ পথে নামলেও মেসির যুঁতসই বিকল্প এখনো খুঁজে পায়নি। দলকে উদ্ধার করতে তাই চোট নিয়েও মেসিকে মাঠে নামতে হচ্ছে প্রায়ই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<35970 and publish = 1 order by id desc limit 3' at line 1